অজানা অনেক কথা...
আমরা শুনি!
প্রতিদিন হাজার ব্যথা
প্রমাদ গুনি...
দিন দিনে নূতন গল্প_
হচ্ছে বের!
সবাই তো জানে অল্প,
অকু ঢের!
ন্যায় করেনি নন্দ ঘোষ,
তারা করে কি?
শুধুই বলছে তাঁঁর দোষ,
অগ্নিতে ঢালে ঘি!
জনতা কে দিচ্ছে ধোঁঁকা...
ভিন্ন খাতে,
পরদেশ বানাচ্ছে বোকা!
দিনে রাতে!
অনেক দেশপ্রেমী আছে...
এই রাষ্ট্র!
কত চক্র দেখি না পাছে!
হবে শ্রেষ্ঠ?