দেশের সেবার জন্য যদি হয় রাজনীতি...
এ দেশে ঘৃণা দিয়ে হয় শুরু!ভয়-ভীতি,
সেবার সাথেই মিশে থাকে ভালোবাসা,
রাজনীতি করে তবে চরিত্র টা নয় খাসা!
ডান-বাম বা ধর্মীয় দলেরা করে সেবা?
কী বক্তৃতা দেয়!জনগণ কে ভাবে হাবা...
শুধু ঘৃণা ছড়ানো, ক্ষমা করছে না কেউ
সত্য কথার দাম নেই, বললে যে ঘেউ!
ধর্মের সাথে নৈতিকতার আছে বিরোধ?
ধার্মিক নয় কিন্তু, তাদের মানবতাবোধ...
আসল ভালোবাসা দিয়ে করা যায় জয়...
একজন অন্যজনের শত্রু!থাকে কি ভয়?