দেখা যায় দেশের বিভিন্ন জেলা শহরে
খোলা পার্কে ভালোবাসার গল্প...
এমন কোন কড়া রোদ বা বৃষ্টিও নেই,
তবে বেশ কিছু ছাতা আছে ...
এ সবের নিচে আবছা নড়াচড়া!
যুগলের ঘনিষ্ঠ রসায়ন,
বেরসিক পথচারীর তা দর্শনে_
লজ্জা লাগে!

কেমন এ ভালোবাসা?
এটা তো নষ্টামীর অনুরাগ!
প্রেম ছাড়া যে সুন্দর এ পৃথিবী অকল্পনীয়,
সত্যিকারের প্রেম সতত স্বর্গীয় ও শুভ্র!

কিছু কিছু জেলায় নাকি
বখাটেদের সাথে ইস্কুলে ফাঁকি দেয়া
ছেলেমেয়েদের হাতে নাতে ধরে_
ভর দুপুরে আইনের লোকেরা,
অভিভাবকরা এ সব জানে না!
শিক্ষা-প্রতিস্ঠানেরও নেই খবর,
পুলিশের কিছুই করার নেই ...