আইরিশভাষী ছেলেরা বুদ্ধি-জিজ্ঞাসায় ইংরেজি -বিদ্যালয়ে করে প্রবেশ,
বের হলো পঙ্গু মন ও জ্ঞানের প্রতি বিতৃষ্ণায়! ছিল না আইরিশ আবেশ!
শিক্ষা গ্রহণ, শুধু ইংরেজি বই মুখস্থ করা নয়, আত্মস্থ হতে হবে বাংলায়...
আইরিশদের মত সমৃদ্ধ মৌখিক ঐতিহ্য আছে, কারা বাংলায় গান গায়?
==================
অকারণে আঘাত
===========
জানি না কেন তোমার ঠোঁটের আঘাত?
খাই তো আমরা এক ই রকমের ভাত!
আমার মনে যন্ত্রনা দিয়ে কী মজা পাও!
বুঝো কি হাজার আবোল তাবোল গাও?

ভালোবাসা বোঝার ক্ষমতা আছে কি?
কাজ নেই! শুধু ঢালো শয়তানের ঘি..
ধনাত্মক চিন্তায় আনতে পারো আলো,
তাহলে মনটা থাকবে না এত কালো!

শত ঠোঁটের মারায় হৃদয় আমার ক্ষত,
মিথ্যে অভিযোগে আমি সহ্য আর কত?
নিজেকে শোধরাও, এখনো সময় আছে,
একদা আফসোস হবে যখন আমি গাছে!

হৃদয় ভেঙে চুরমার করে দিয়েছো তুমি!
তারপরও আমি মনে মনে তোমায় চুমি l
আমার চাপা কান্না কেউ দেখে ও জানে?
ঠোঁটের বজ্রপাত শুধুই বাজে মোর কানে!