আমাদের দেশে সদা দেখা যায় কত রকমের রং বাজ,
সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাইতো দেশের হাজার সাজ!
রং বাজ মানে পেশীশক্তি বা রঙের এক বিশেষজ্ঞ নয়,
এমন ই একজন ব্যক্তি যিনি, সৎ কাজে পায় না ভয়!
কত রকমের চোর-বদমাইস মোদের এ দেশের মাঝে...
রাত পার হয়ে গেছে কতই আগে! কেন রয়েছি সাঁঝে?
অসৎ লোকের ভিড়ে আসল রংবাজের নেই যে দেখা!
তাদের কর্মকান্ডে আমাদের হয়েছে কোন কিছু শেখা?
দেশে এখন রং বাজ নেই! রঙ দেবে ন্যায় ও সততায়...
দেশ টা ভরে যাবে তাদেরই দিয়ে নগর শহর ও গায়
প্রতিটি ক্ষেত্রে দেশে আসুক রঙ ওয়ালী বোন ও ভাই
দেশ বাঁচাতে আমরা এবার শুধু সততার রং বাজ চাই!