দুনিয়ার কোন কোন দেশে তুষার পড়ে!
হিমকণারা জমে,তারা কি কখনো নড়ে?
তুহিন-কণা জমাট বেঁধে বরফ শক্ত হয়...
হিমায়িত বরফের স্তূপে, হাঁটতে যে ভয়!
সে দেশে ভয়ের বীজ টা বের করে কাজ...
বৃষ্টি পড়ে ঠাণ্ডা বরফ গলে! উপরে বাজ...
কী বলে দ্বিতীয় প্রজাতন্ত্র!করে যে নকল,
যা খুশি তা করছে, দেশের উপরে ধকল!
শীতল তুষার-দেশে আশাতে হয়না বর্ষণ,
এ দেশে শুধুই বেড়েছে শিশু-নারী ধর্ষণ!
আইন নিজ হাতে তুলছে,সরকারী প্রশ্রয়...
প্রধান উপদেষ্টা ও অন্য মন্ডলীর কী ক্ষয়!
ওরা ভুল করে, মবের ছোবলে ই যত সৃষ্টি ...
তারা দোষী ওদের বিচারটা,কবে হবে বৃষ্টি?