দেখতে বাংলাদেশে র চুয়ান্ন তম স্বাধীনতা দিবসটা এসে গেল!
আমাদের দেশের সাধারণ মানুষ এত দিনে আসলে কি পেল?
সময় আসেনি বহু ত্যাগ-তিতিক্ষায় স্বাধীনতার হিসাব চাওয়ার!
কত কিছু করতে পারতো তারা! তাদের লক্ষ ছিল বহু পাওয়ার?
শুধু পুষ্প মাল্য অর্পণ করা নয়! আছে অনেক দায়িত্ব ও কর্তব্য,
দেশের সম্পদ পাচার ও লুটপাট! অসৎ লোক নয় দেশে ধর্তব্য?
এখনো দেশে চালু হয়নি সার্বজনীন বয়স্ক ভাতা জনগণের জন্য,
ভুয়া দেশপ্রেমীদের জঘন্য কর্ম! সরকারী কর্মচারীরা হয়েছে বন্য!
স্বাধীনতা দিবস পালন করতে আমাদের কখনো হয় না কি লজ্জা?
দেশ প্রেমের অভাব অনেক বেশী! দূষিত হয়ে গেছে রক্ত ও মজ্জা!
শপথ হোক সবার, যোগ্য লোক যেন সবখানে এ দেশে স্থান পায়,
সবার উপরে দেশ! অন্য কিছু পরে,তাহলে জনগণ করবেনা হায়!