বিশাল বিলবোর্ডে
সাত বছর আগে_
হারিয়ে যাওয়া এক ছেলের ছবি।

এ বোর্ডে নিরূদ্দিষ্টের তারিখ ছাড়াও
আছে মন্ট্রিয়লের একটি টেলিফোন নম্বর,
অপরাধ-পুলিশ তার সন্ধান চায়।
আফ্রো-কানাডিয়ান বালকটির_
বয়স তখন এগারো ছিল...