চলচ্চিত্র পরিচালকের বিজ্ঞপ্তি,অভিনয় করার জন্য_
''নতুন মুখের সন্ধানে' বিজ্ঞাপন' প্রকাশে তারা ধন্য!
এখন সেটা লাগে না, সবার অভিনয় করার বায়না...
এ দেশে অন্তর্বর্তী সরকারের লোক খুঁঁজতে হয় না!

দেশ আর বিদেশে কিছু ভাঁঁড় বলে যাচ্ছে কত কথা...
নেতা এবং ছাত্র সমন্বয়ক মিলে হবে হাজার মাথা!
এ সং রা বিজ্ঞপ্তি ছাড়া ইউটিউব -দূরদর্শনে আসে...
রাজনীতি বুঝেনা কিছুই,আমজনতা তাদের পাশে?

সেবা তো নেই, শত ব্যস্ত,কারা আছে এদের সাথে?
প্রধান ভাঁড় ছাত্র নিয়ন্ত্রনে ব্যর্থ, তারা ই দল গাঁঁথে!
আসবে কি অনেক ভাঁড় সরকারের উপদেষ্টা হয়ে?
সমস্যা লেজে গোবরে,আরো ভয়ঙ্কর, জনতা ভয়ে!