যুগ যুগ ধরেই এ দেশে হচ্ছে ইফ্তার মাহ্ফিল...
রম্জানের সান্ধ্য-রাশ খেতে জনতার কিলবিল!
আসরটা খুব একটা সামাজিক নয়,রাজনৈতিক ...
খাবার খাইয়ে সওয়াব হাসিল, উদ্দেশ্যের দিক!

নয়া সরকারের নির্দেশনা,মানেনি এক নয়া দল...
পাঁঁচশত দাওয়াতীর খরচে জানলাম টাকার বল!
আটচল্লিশ লক্ষ টাকায় এ পার্টির পয়সার উৎস...
গরীব দেশ,এত ব্যয়,তোমারা তো এখনো বৎস!