সতত চারদিকে দেখি অনেক কিছু _
পারি না তো ছুটতে সব কিছুর পিছু!
কিছু কাজ করতে ই হবে! পারি না_
কোথা হতে শুরু করা, ছিঁড়ে ভাবনা!
একজন অন্যকে কষ্ট দিয়ে মজা পায়...
চিন্তা করে পাই না! আসলে কী চায়!
দেশের জন্য বহু কিছুই করা দরকার...
সমাজের জন্য কিছু করে কি সরকার?
স্বার্থপরে ভরা মানুষ দেশে ও বিদেশে!
ভালো কাজ করে কী পায় তারা শেষে?
কত কাজ জমে যায়! শেষ হয়না কাজ...
দিন গুলো পার হয় শত সমস্যার মাঝ!
আর চাই না এখন প্রতিদিন কষ্ট পাওয়া!
সমাধানের পথ খোঁজা! আর নয় গাওয়া...