আমার লজ্জা লাগে যখন দেখি এক দল_
অন্য একটি দল কে স্বৈরাচার বলে,
যদিও তার দল স্বৈরাচারী ছিল।

আমার লজ্জা লাগে যখন দেখি একটি দল_
গণতান্ত্রিক ভাবে ক্ষমতায় এসে ধীরে ধীরে
স্বৈরাচারী হয়ে উঠে!

আমার লজ্জা লাগে যখন স্বৈরাচারী দল_
ধর্ম কে ব্যবহার করে স্বাধীনতা-বিরোধী দের
মত্র হয় আর সংবিধানে ধর্ম কে ব্যবহার...

আমার লজ্জা লাগে যখন স্বৈরাচারী দল_
দলীয় ফায়দা র জন্য একটি ধর্ম কে
রাষ্ট্র ধর্ম করার চিন্তা করে।

আমার লজ্জা লাগে যখন দেশে_
তিনটি দল ই স্বৈরাচার দল হয়ে
ভুলে যায় দেশ দলের ও গণ মানুষের কথা...

আমার লজ্জা লাগে যখন দেখি তাদের
অনেক মিথ্যাচার, দিন কে রাত...
কিন্তু তাদের কোন লজ্জা লাগে না?


-------------------------------

তোমরা এখন যা করছো তার সব
কিছু মনে আছে... আর ডিজিটাল  প্রমান
আছে ...  , দেশ স্বাধীন হয়েছে ৫৩ বৎসর
কিন্তু কিছু মানুব ওরা মানু্ষ হয় নি,
এরা স্বাধীনতা-বিরোধী।।