গত বছর ৭ ই অক্টোবর ইসরায়েলে ঢুকে
গাজার হামাসরা চালায় হামলা তার বুকে!
এর পেছনে ইরান সমর্থিত হিজবুল্লাহ আছে,
ইহুদীবাদীরা নালিশ জানায় বাবাদের কাছে!
সাত মাস ধরে ইসরায়েল বর্বর গণহত্যা চালাচ্ছে!
গাজা উপত্যকা ছেড়ে ফিলিস্তিনী রা শুধু পালাচ্ছে...
এরই মধ্যে ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে সামরিক কামলা
ইরানি কনস্যুলেটে জঘন্য ইসরাইল করে একটি হামলা!
মারা যায় সেখানে ইরানের শীর্ষ আট-জন সেনা অধিকারিক...
জাতিসংঘের কেউ কি জানালো সন্ত্রাসী ইহুদী রাস্ট্রকে ধিক্?
ইরানের রেভল্যুশনারি গার্ড কোর ইসরায়েলকে লক্ষ্য করে,
তিন শতাধিক ক্ষেপণাস্ত্র-ড্রোন নিক্ষেপ দিয়ে দেশ কে ধরে...
তেহরানের বিরুদ্ধে ইসরায়েল ব্যাপক কূটনৈতিক তৎপরতা,
জাতিসংঘের নিন্দা! পারেনা বন্ধ করতে ইসরাইলী বর্বরতা!
ওই হামলার জবাবেই শনিবার এ হামলা চালানো হয়েছে,
ইসরাইলের সে সব স্থাপনা লক্ষ্য করে আক্রমণ করেছে !
দামেস্ক হামলায় জড়িত সেসব স্থাপনায়! মানুষ হত্যা নয়...
বেসামরিক অর্থনৈতিক এলাকা না, সন্ত্রাসী কর্মকান্ড ক্ষয়!
ইসরায়েলকে অবশ্যই গাজা যুদ্ধের ইতি টানতে হবে!
ঠুঁটো জগন্নাথ জাতিসংঘের ভন্ডামী টা শেষ হবে কবে?
এ ফিলিস্তিন ভূমি কে স্বীকৃতি দিতে চায় ইউরোপের তিনটি দেশ...
কাগুজে বাঘ! জাতিসংঘ তাকে আজাদ দেয়ার কাজ করবে শেষ?