আমাদের পীতাভ গণমাধ্যম কি নড়ে?
এ দেশের কখনো হবে না কোন রকমের বদল,
শাসনে দেশটা অনেক পিছে আছে পড়ে!
চোরেরা বড় হয়, পরিবর্তন নেই দেশের আদল!
রাজনীতির এখন আর দরকার নেই, দেখছে জনগণ...
প্রকৃত দেশ-সেবা করতে এক গণবিপ্লবের প্রয়োজন!
অনেক দল দেখা হয়েছে! ওদের দিয়ে আর হবে কী?
গরীব-দুঃখিদের কিছুই দেবে না, তারা খাবে শুধু ঘি!
গণমাধ্যমের ঘোড়ার রং হবে লাল সাদা আর কালো,
দেশের মানুষ অপেক্ষায়! দেখবে একদিন সে আলো?