শীতের কারণে এ উদ্যানটির অন্য রকম এক সাজ। আকাশ
এবং পায়ে-চলা ধূসর পথটি একটি চাদরে মোড়ানো মুখের মতো :
মরতে হয়েছিল এমন একজনের অবগুণ্ঠিত এক দৃষ্টিপাত।
এখন, পুরুষদের যখন অনেক ঘাম ঝরে,
বেলচায় কর্দমাক্ত তুষার বা ভারি বরফ তোলে,
তারা জানে অসহায় এ ঘাম টা যে তাদের কে দ্বিতীয় বার ভিজাবে না,
এটাও ওরা জানে ক্ষয়ে যাওয়া হৃদয়, থেমে যাওয়া শ্বাস
যা জানা এবং তার শেষের মাঝখানে দাড়িয়ে থাকা
যদিও তাদের শ্রমসাধ্য ঘণ্টার ফাঁদ টা টানতে হবে
ওদের নিরতিশয় দুশ্চিন্তা প্রসারিত অঙ্গ সম্পর্কে,
তারপরও তারা অবলোকন করে
প্রেম-ভালবাসা মেঘের স্তম্ভ, আগুনের স্তোভের মতো,
ক্লান্ত হওয়ার আগেই এই জালটা ছিঁড়ে যায়,
এ মেঘ, অই শিখা অদৃশ্য হয়ে নিরুত্তাপ হবে।
পুরুষরা যখন বাতাসের বিরুদ্ধে নড়বড়ে হয় তখন ভাবে
ওদের সব বিদ্বেষ হিমায়িত হয়ে যায় এবং তাদের ইচ্ছা কে চুষে ফেলে।
শীত এখন আমাদের উপরে এসেছে, এবং সে আবারও ফিরে আসবে:
ময়লা তুষার আবারো শহরের রাস্তার শ্বাসরোধ করবে,
মলিন গোধূলির আলো জানালা গুলোকে আগের মতই নিষ্প্রভ করে দেবে,
আধাঁঁরে এবং ব্যতিব্যস্ত জনতার ঝাঁক আলোকিত ঘরের দিকে বৃথা ছুটে যায়।
একদিন আমরা আর আদর-সোহাগ বা ঝগড়াঝাঁটি করবো না।
------- ------- ------- -------- ------- -------
মূল : Hibernal
By: Babette Deutsch
( Poem-a-Day, the Academy of American Poets, U S A)
The park is winter-plucked. The sky
and the grey pavement shows a sheeted face:
the covered stare of one who had to die.
Now, when men sweat,
shoveling muddy snow or heaving ice,
they know the helpless sweat that will not wet them twice,
they know the staggering heart, the smothered breath
that stand between this knowing and the end.
Though they must drag a net of heavy hours
about their straining limbs,
though they behold
love like a pillar of cloud, a pillar of fire—
this net will break before they tire,
this cloud, this flame will vanish and be cold.
Men think of this who limp against the wind
that freezes hate and sucks at their desire.
Winter is on us now, and will return:
soiled snows will choke the city streets again,
bleak twilights dull the windows as before,
dark hurrying crowds push towards lit rooms in vain.
One day we shall not kiss or quarrel any more.
This poem is in the public domain. Published in Poem-a-Day on January 5, 2025, by the Academy of American Poets.