ধর্ম পালনে...
মুখে ত্যাগ, অন্তরে ভোগ!
অভাব টা কোথায়?

--------------------------

গণতন্ত্র ও মুখের ভাষা
সুরা আর রা্হমান :
আর আমার বান্দাদের বল, তারা যেন এমন কথা বলে যা অতি সুন্দর। নিশ্চয়ই শয়তান মানুষের মাঝে ঝগড়া-বিভেদ-বিশৃঙ্খলা সৃষ্টি করে;
সুরা বনি ইসরাইলি

শয়তান মানুষের চিরশত্রু। এ কারণে শয়তান মানুষের জিহ্বা র সামান্য তম বিচ্যুতি দ্বারা তাদের পরস্পরের মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করতে পারে অথবা কাফের ও মুশরিকদের অন্তরে মুসলমানদের প্রতি আরো বেশি বিদ্বেষ ও শত্রুতা র কুমন্ত্রণা দিতে পারে।
তোমরা উভয়েই ফেরাউনের সঙ্গে নরম কথা বলবে; হয়তোবা সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে।’ সুরা ত্বাহা : আয়াত ৪৪)

বাবলু সাথে আয়নাতে স্ত্রী র সাথে কথা হয় দু' জনে সিনেমা দেখবে বলে ,
ঘর থেকে বের হয়ে লাবণীর জন্য অনেকক্ষণ পর বাবলু একা ই হলের দিকে হাঁটা দিল,লাবণীর সাথে হলে ছবি আর  কখনো দেখা হবে না!