দেশ-রক্ত এরা শুষে...
দুর্নীতিবাজ রা হাসে!
কিভাবে তারা আসে?
অপকর্ম মাসে মাসে!
দেশ কে ভালোবাসে?
এত গরমে কে কাশে?
বিচারে কেউনা ফাঁসে!
টানটা পড়ে না কেশে!
শাসক দল একপেশে!
কী সত্য মিথ্যা মেশে!
একদল অন্যকে দুষে,
তারাই চোরের পাশে!
দায়ী কারা সর্বনাশে?
একটি রাষ্ট্রের দাশে!
দেশপ্রেমিকরা শেষে?
সব পেয়েছি র দেশে...