খুঁটির জোরে ছাগলের নাচ...
জানে তারা, লোহা না কাঁঁচ?
দড়ি শক্ত নয়! যাবে ছিঁঁড়ে,
গণতন্ত্রের চর্চা চলছে ধীরে!

ছাগলের ডাকে হুংকার নেই...
রাম ছাগলরা হারাচ্ছে খেই!
পাঁঠার গন্ধতে সবার বিরক্তি...
কখন মোর দেশ পাবে মুক্তি?

খুঁঁটির ক্ষমতা এখন নড়বড়ে...
ছাগ-ছানাদের পলায়ন ডরে!
আটলান্টিকের ঐ বড় ছাগল ...
কিছুই হবে না বাজায় বগল!