এ দেশে সব সময় ই মুখ চিনে মুগের ডাল...
আপন দেশে বহুত কুমির আনে,কেটে খাল!
অযোগ্যরা ক্ষমতা পায় কত দলের আমলে,
আমজনতা সমস্যায়! দেশ দুর্নীতির কবলে!

মুখ চিনে মুগের ডাল দেয়াটা বন্ধ হবে কবে?
অনেক দেশে শেষ হয়েছে নিয়ম কানুন তবে!
পরিবারের চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ...
স্বজনপ্রীতিটা বন্ধ হলে ছিঁঁড়তে হবে না কেশ!

নিজ স্বার্থেই পছন্দের মানুষ এখনো সরকারে...
এ ব্যাটা ঐ বেটির মনোনয়ন কোন দরকারে?
দেশে একদিন নির্বাচিত সরকার এসে আবার_
মধ্যকালীন সরকারের কুকর্মের করবে বিচার?