ভাল গাছ, তার ফুল থেকে হয় ফলটা সুন্দর,
সুস্থ সবল ফুলে ই বাগানের বাড়ে না কদর?
চমৎকার রঙ হলে সবার তার প্রতি আকর্ষণ...
সৌন্দর্য বিলিয়ে দিয়েও পায় কি সবার মন?
ডুমুর গাছে ফল ধরে কিন্তু নেই যে কোন ফুল,
সিকোনিয়াম কাঠামোতে বিকশিত,একটি ভুল!
পরাগনালির পুরুষ রেণু ফুলের গর্ভমুণ্ডে পড়ে,
স্ত্রী ফুলের ডিম্বাণুতে নর ফুলের শুক্রাণু চড়ে...
দুই প্রকার কোষের মিলনে সার্থক পরাগায়ন,
তারপর কুড়ি বা ক্ষুদ্র ফুল বা ফুলের আগমন!
ফুলটা পরাগায়নে ব্যার্থ!ঝরে কিন্তু দেয় ফল,
ফুল উদ্ভিদের প্রজনন কাঠামোর একটি বল!
ফুল আর গাছের সঙ্গে মানুষের আছে বহু মিল,
ওরা করে না! মানুষ পরস্পরকে যন্ত্রনার ঢিল!
মানব-ফুলেরা সমাজে কতই বাজে কাজ করে ...
গাছ থেকে ফুল ও ফল, নব্য আদম কে ধরে?