ওরা বলে,পেয়েছে দ্বিতীয় এক বন্ধনমুক্তি...
জনতা রায় দেবে,টিকবে কি মিথ্যা-শক্তি?
মীরজাফর-বংশধরেরা এখনো আছে বেশ,
সিরাজ-উদ-দৌলার বংশধরদের নিঃশেষ?

সব ক'টা জালানা খুলে দাও না'র গান নেই...
ক্ষমতা পেয়ে অভিগ্রহে ব্যস্ত, হারালো খেই!
মুক্তিযুদ্ধের স্মারকগুলো,কত কাপড়ে ঢাকা...
তা করার অনুমতি-পরিকল্পনায় এক কাকা?

স্বাধীনতার পর বঙ্গবন্ধু,বেশ অসহায় ছিলেন,
ভঙ্গুর অর্থনীতির দেশ, চোরের খনি পেলেন!
এখনো বিতর্ক!স্বাধীনতার ঘোষক,কার পক্ষে...
মিথ্যা বল্তে একটুও কাঁপন, হয় কার বক্ষে?

এক দলের লুট্পাট,ক্ষমতা খর্ব, বিরোধী হয়!
পঁঁচাত্তর হতে চব্বিশ, হয়েছে কত সত্য ক্ষয়...
সম্পদ লুট্পাট শুধু নয়,হয় দেশের ইতিহাস,
স্বাধীনতার নামে রাহাজানি চলবে বারো মাস?