রমজান মাসে আমরা সেহেরী আর ইফতার খাচ্ছি সবাই!
কী খাবো এ নিয়ে ই ব্যস্ত আমাদের মা-বাবা-বোন-ভাই...
আত্মশুদ্ধি সিয়াম সাধনা সহানুভূতি ধৈর্যের প্রকাশের মাস,
কৃচ্ছ্রসাধনের এমন একটা পর্যায়, দেশে এখন গরীব নাই?
------------------------------------------------------------







চাঁদ সূর্যের চেয়ে ছোট তবে পৃথিবীর ৪ শত গুণ কাছে
অসময়ে অন্ধকার হয়ে যাওয়ায় অনেক পাখি ভয় পেয়ে ডাকাডাকি বন্ধ করে দেয়, ঝিঁঝিঁ পোকা শব্দ করা শুরু করতে পারে, উদ্ভিদে ফুল বুজে যাওয়া শুরু হতে পারে। কিছু কিছু স্থানে বায়ুর তাপমাত্রাও সামান্য কমে যেতে পারে।
এই সূর্যগ্রহণ দীর্ঘকাল স্থায়ী হবে এবং এটি বিশ্বাস করা হয় যে প্রায় ৫০ বছর পর আবার এমন দীর্ঘস্থায়ী সূর্যগ্রহণ ঘটবে
সূর্যগ্রহণকে অশুভ মনে করা হয়। মতে, গ্রহণের সময় রাহুর প্রভাব বৃদ্ধি পায়, যার কারণে আমাদের জীবনের সঙ্গে সম্পর্কিত সমস্ত কিছু প্রভাবিত হয়...