সংযুক্ত আরব আমিরাত! এ দেশে হয়ে গেল বান...
বিরানব্বই লাখের বেশি! সবাই কিন্তু গায় না গান,
পঁচিশ-ত্রিশ ভাগ বিদেশী এক নেশায় দেশে থাকে!
খেটে-খাওয়া শ্রমিক আসে প্রতি বছর ঝাঁকে ঝাঁকে...
বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রী লঙ্কা আফ্রিকা হতে!
এসব লোকের কষ্টের শেষ নেই, ভুক্তভোগীর মতে।
মরুর দেশে মানবেতর জীবনযাপন করছেন তারা!
দালালি পুঁজিবাদ শোষন ও অন্যায়ে দেশ টি ভরা।
ক্লাউড সিডিং এর কারণে বন্যা হয়েছে কেউ বলে...
কিসের নেশায় এত লোক ওখানে যায় দলে দলে?
জঘন্য দেশের সাথে পক্ষে! নেই ফিলিস্তানীর পক্ষে...
শ্রমিকের কান্নার এক অংশই বন্যা! দেখে না বক্ষে!