সাত মাস আগে আমাদের এ দেশে হয় এক বন্যা...
প্রাণ বাঁঁচাতে দেশ ছাড়তে বাধ্য হয় বঙ্গবন্ধুর কন্যা!
সমন্বয়ক-ছাত্ররা তখন জনতার হৃদয়ে পায় স্থান_
বন্যার সাহায্যের টাকা ওরা ব্যঙ্কে রাখে,যায় মান!
তাদের তিন জন স্থান পায় নয়া সরকারে কিভাবে?
ক্ষমতার স্বাদ, টাকার গন্ধ!আর থাকবেনা অভাবে!
ওদের একজন উপদেষ্টার পদ থেকে সরে দাঁঁড়ায়_
মধ্যকালীন সরকারের সাহায্যে দল নজর কাড়ায়!
নূতন টার্মঃ'ক্রাউড ফান্ডিং' থেকে নাকি টাকা পায়!
গোপনীয়তা রক্ষা! যারা টাকা দেবে,থাকবে না দায়...
বিভিন্ন ব্যবসায়ী সব দলকে সাহায্য!নেয়নি ফায়দা?
স্বচ্ছল মানুষের আর্থিক সহায়তা, কী দারুণ কায়দা!