তৃতীয় বিশ্বের অনেক দেশে _
গরু দিয়ে করা হয় চাষ!
আমাদের দেশে ছাগল দিয়ে_
সেটা করা হচ্ছে প্রায় দু' মাস!
একটা অভ্যুত্থান হয়ে গেল দেশে,
রাজনীতির পটপরিবর্তনে আবেগ নিয়ে_
দেশদ্রোহী কিছু ছাত্র-শিক্ষক_
কোথায় কোথায় যে মেশে!
দেশের মানুষ ভাবে, ভালো করবে_
এ নয়া সরকার!
সৎ দেশপ্রেমিক মেধাবী লোকের দরকার।
জনগণ নয়! স্বার্থান্বেষী কিছু ছাত্র_
এন.জি.ও-ব্যবসায়ী মোঃ ইউনূস কে
অবৈধ ভাবে করলো নির্বাচন,
দেশের কোন উন্নতি ই হবে না_
যদি না করতে পারে দিয়ে বিকশিত মন!
এক সাংবাদিক দেশের বিরুদ্ধে_
জাতিসংঘে অনেক কথা বলে,
ডঃ ইউনুস দেশের জন্য কাজ না করে _
জাতিসংঘে যায় কোন ছলে?
সমন্বয়ক-ছাত্ররা দেশ চালায় এখন,
গত আন্দোলনের কৃতিত্ব নিচ্ছে_
ছিল শিবিরের ছেলেরা তখন!
এখনো ভুয়া মামলা দেশে হয়,
এটা কি স্বৈরাচারী আচরণ নয়?
বাদী জানে না, সে মামলা করেছে_
পেছনে কী এমন কারণ!
দেশের আগুনে ঢালছে ঘি_
কেউ করছে না বারণ?
এন.জি.ও কর্মকর্তা,শিক্ষক_
এখন সরকারের  কত উপদেষ্টা!
দেশের প্রকৃত উন্নতির জন্য_
ওরা করছে কি এমন চেষ্টা?
বিভিন্ন উপদেষ্টা-মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় নেই,
বিতর্কিত পণ্য অন্য দেশে যায়, হারিয়েছে খেই!
ঠিক ভাবে দেশ চলতে হলে দল মত নির্বিশেষে একদম_
একশত যোগ্য ও অভিজ্ঞ জাতীয়-উপদেষ্টা_
এ সরকারে আনতে হবে,
ছাগল নয়! গরু, না হয় ঘোড়া হোক_
অপদার্থ রা ঘরে চলে যাবে! কারা করবে কবে?