তিন বছর বয়স থেকে ই কানাডায় বসবাস যার...
মা-বাবার ভালো না লাগলে ও ভালো লাগে তার!
সপরিবারে বাংলাদেশে ফিরে যায় এক ভাই সহ,
ফিরে আসে মায়ের সাথে কাছেই অন্টারিওর দহ

হাইস্কুলটা শেষ করে যায় অটোনাবি নদীর পাড়ে,
পিটারবরো শহরে, ট্রেন্ট বিশ্ববিদ্যালয় তার ধারে!
স্নাতক শেষে ফিরে আসে, টরোন্টো শহরটা চেনা...
স্নাতকোত্তর ভালো হয়, প্রদেশের রাজধানী জানা!

হ্রদের কাছে বাসা! তাকে ইখুব বেশী ভালোবাসে...
পা পিছলে সে পড়ে যায় বিশাল সরোবরে শেষে!
সকালে ক্লাস,আগে লেকের পাড়ে যেতে মন চায়...
সাঁতার না জানা অল্প বয়সী মা'টি ডুবে মারা যায়!


*** দহ  > গভীর হ্রদ

ফারিয়া, আমাদের এ মেধাবী ভাগ্নীটি মাত্র ২৬ বৎসরের আয়ু নিয়ে পৃথিবীতে এসেছিল, তাকে তার পছন্দের দেশ/শহরে কবর দেয়া হয়েছে। তার আকস্মিক মৃত্যুতে আমরা ভীষণ ভাবে মর্মাহত, তার মা বাবা যেন এ শোকটা কাটিয়ে উঠতে পারে, তাদের জন্য ও আমাদের ছোট্ট মেয়েটির জন্য সবাই দু'আ করবেন, ...আমিন!