দেশ চালাতে নতুন সরকারের প্রশাসন ব্যর্থ ...
ছিল গোপাল গঞ্জ এখন যে চট্টগ্রাম, কী শর্ত?
এই দেশে আমাদের বহুত যোগ্য লোক ছিল...
কে বা কারা? নাকি ছাত্ররা একটা লিস্ট দিল!
মোঃ ইউনুস কোটা আন্দোলনের সভাপতি?
বুঝতে পারি না উপদেষ্টা মন্ডলীর মতিগতি!
ছাত্রদের সেই মহা নায়কেরা এখন উপদেষ্টা...
দেশের আসল রাজনীতির জন্য কোন চেষ্টা?
গণ অভ্যুত্থান হয়েছে, সচিবালয়ে জনতা নেই...
এন.জি.ও র লোকেরা এখন হারিয়েছে খেই?
প্রধান উপদেষ্টার নেই জে কোন নৈতিক শক্তি,
কীভাবে থাকবে তাদের প্রতি সামান্য ভক্তি?
কারণ তিনিই বকেয়া কর করেননি পরিশোধ ,
উদাহরণ দেখাক, আসবে দেশ প্রেমের বোধ!
রাজনৈতিক নেতার মত এখনো তাদের কথা...
নয় ছাত্রদের আর দলের,বুঝে জনগণের ব্যথা?
ঐ শক্তি নেই, কারণ ওরা করেনি আন্দোলন...
ওদের কার্যকলাপ দেশ বিরোধী, নেই জনগণ!
আইন-বিষয়ক কমিটির উপদেষ্টা আলী রিয়াজ...
খাচ্ছে কিন্তু দুই যুগ সে আমেরিকার ই পিয়াজ!
ছাত্রদের উপদেষ্টা বানানো টা হয়নি যে উচিত...
কাদের কারণে নড়ছে এবার গণতন্ত্রের ভিত?
দোষ চাপা-চাপি আর চর দখলের রাজনীতি,
কেউ কেউ চাইছে, বাজুক পাকিস্তানের গীতি!
বারবার কিন্তু আসে না, দেশ গঠনের সুযোগ,
সময় আছে, নইলে আরেক দেশ করবে ভোগ!