সমাজ পরিবর্তনশীল...
সমাজের মুখ থাকলেও
কিন্তু তার চোখ নেই!
সমাজের কাছে হেরে
যাওয়া মানুষের ভাবনা_
সমাজ কেন দেখে না?
সমাজের বিকৃতি কি ফুটে_
উঠে না মানুষের কাছে?
সমাজ বলে, কিন্তু দেখে না_
মানুষের কষ্ট ও সবলের শোষণ
আমাদের আসল সমাজ ব্যবস্থা_
দিন দিন ভেঙে পড়ছে...
বিদায় নিচ্ছে কত মূল্যবোধ...
কোথায় সূক্ষ্ম মানবিক অনুভূতি?
তা হারিয়ে গেছে অনেক আগেই!
সমাজের শুধু মুখ আছে...
সমাজের চোখ নেই!
ছিল না কখনো..