মানুষ গড়ার কারিগর_
বিশ্ববিদ্যালয়- শিক্ষক, তারা এদেশে  রাজনীতি করে...
শিক্ষাদান না করে কেন চলমান স্বৈরাচারীর হাত ধরে?
রাজনীতি করলে শিক্ষক রা এখন ভি.সি. হতে পারে...
সরকারের পতন হলে তাদেরও পদত্যাগ বারে বারে!

ন্যায় বিচারে উকিল-বিচারপতি, ওরা করে রাজনীতি...
ওদের কর্ম প্রমাণ করে না, আছে তাদের দেশ-প্রীতি?
অন্যায় কাজে লিপ্ত হয়ে দেশ বিরোধী কত কাজ করে,
চোরের বিচার হয় না দেশে আসল লোক কেঁদে মরে!

পুলিশের কাজ সমাজে শান্তি আর আইন- শৃঙ্খলা রক্ষা,
সরকারকে সহায়তা,ক্ষমতার অপব্যবহার সমাজে যক্ষা!
পুলিশ পরোক্ষ ভাবে দেশে সব সময় করেছে রাজনীতি...
সংবাদপত্রে মাঝেমধ্যে জানা যায় তাদের ধনের স্ফীতি!

সরকারী কর্মচারী সাধারণ ছাত্ররা করছে রাজনীতি দেশে...
জানে না ওরা দেশেরই ক্ষতি হচ্ছে, কর্ম চলছে ছদ্মবেশে!
রাজনীতি করা দোষের নয়, ব্যবসায়ীদের চলছে বাণিজ্য,
শিক্ষায় রাজনীতি! গরীব-দুঃখির জন্য করে না, যা ন্যায্য!

সুশীল সমাজ কিছু করে না,ব্যস্ত তেল-মারা রাজনীতিতে,
গণমাধ্যমে একই কথা বলা! শুনেছে জনগণ গ্রীষ্ম-শীতে!
সাংবাদিক রা দেয় না দেশের চোর আর সরকারের খবর...
রাজনীতি করলে ফায়দা আছে! গণতন্ত্রের কতবার কবর?