আমাদের ঈদে হাসির চেয়ে কান্না বেশী,
খুশি তারা! যাদের আছে টাকা ও পেশী!
ফিতরা ও জাকাত পায় কি গরীব-দুঃখী?
খাবার-পোষাক কিনে মোরা সুখটা মাখি!
ঈদের আগমনে কিছু মানুষ বেজায় খুশি,
বেড়ে যায় খাবার খাওয়া: জাপানী সুশি!
ঈদের সময় দুর্নীতিবাজরদের বাড়ে সুখ,
চোখে পড়েনা কি এতিমেদের করুণ মুখ?
ঈদ-খুশি সবার হোক! দায়িত্বে সরকার?
অসহায় মানুষের পাশে থাকা টা দরকার!
ঈদ ভাতা চালু হোক ঐ হতভাগাদের জন্য...
বিতর্কযুক্ত ভুয়া ভাতা হবে কি আর গণ্য?