মাস চারেক আগে চট্টগ্রাম নগরীর ক্ষুদ্র একটি উপ শহর...
এক মহিলা তার স্বামীকে করে হত্যা,ছিল পুলিশের বহর?
দেহ কে চার টুকরা করে কাছাকাছি চার জায়গায় ফেলে!
কিছু দিনের মধ্যে পুলিশের হাতে নারী, ধরা পড়ে জালে...
সে বলে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে, সেটা আবেগ!
সে কারণে ই তাকে খুন করে, বাদ সাধেনি কোন বিবেক ...

আমাদের দেশে তিন মাস আগে সরকারের হয়েছে পতন ...
এ ব্যাপারে কেউ কেউ বলেছে অনেক টা বিপ্লবের মতন!
যদি বিপ্লব ই হতো,সবাই শুনতো ঐ বিপ্লবীর সব আদেশ,
প্রধান উপদেষ্টা-অনিয়ন্ত্রিত সমন্বয়ক,হাসিনা-দল বিদেশ!
এই দেশ চালাচ্ছে কারা? কেউ তো কারো শুনছেনা কথা,
আবেগ কে নিয়ন্ত্রণ, দেশপ্রেমে সব, নইলে বাড়বে ব্যাথা!