আমি কত যে স্বপ্ন বুনি...
পারি না! করেছে মুনি?
না ঘুমিয়ে স্বপ্ন হাজার...
দুর্নীতিতে কত বাজার!
স্বপ্ন বুনতে ক্ষতি নেই!
শক্তিশালী হোক সেই,
দেশে আছে কত ব্যক্তি...
জানে না তাদের শক্তি?
দেশের জন্য কি করি?
ভয় টা নেই, যদি মরি...
স্বপ্ন দেখা খুবই জরুরী!
দেখি না কি বড় ভুঁড়ি?
এবার খোয়াব দরকার...
বাধ্য হবে সব সরকার!
স্বপ্ন না দেখে কে যায়?
দুঃস্থরা এখন কী খায়!