এদের কিসের দল, কিসের স্বদেশ প্রেম?
কাজের কাজ করছেনা,খেলছে তারা গেম!
করছে কষ্ট দেশের ই লক্ষ বোন আর ভাই,
তাদের একটাই কথা, ''ক্ষমতা মোরা চাই''
নীতি নেই বিবেক নেই আছে শুধু কু-শিক্ষা,
সুষ্ঠু নির্বাচন হোক এটা জনগণের প্রতীক্ষা!
কিসের জন্য ব্যস্ত তারা!ভাল হবে কি ভোট?
সৎ লোক নেই, চোরেরা পরে কালো-কোট!
শিক্ষা-স্বাস্থ্য কিছু নেই,মুখে ফুটে মিথ্যা-খই!
স্বৈর-শাসনের বহু দলীয় গণতন্ত্র এখন কই?
চোর ডাকাত অসৎ লোকেরা এখন দল করে!
দুর্নীতি-বাজরা ই নেতা হয়ে পকেট শুধু ভরে।
কৌশল করে নির্বাচনে জিতে পেয়েছো ক্ষমতা!
অসৎ মানুষ ওরা! অসহায়ের জন্য নেই মমতা?
দেশের ক্ষতি না হোক থাকুক না আরো সততা...
ভালো এক নির্বাচন! চেয়ে আছে কোটি জনতা!
দেশের হোক ভালো অন্য দলকে কর সহায়তা,
একগুঁয়ে থেকো না, বাড়বে কিন্তু বহু নাশকতা!
তত্ত্বাবধায়ক সরকার না! আরো একটা বিকল্প...
এটা নাহলে ভাঙবেনা তাদের বিধ্বংসী সংকল্প!