ছাত্র-আন্দোলন, পরে জনতার সমর্থন! অভ্যুত্থানে ঐ সরকারের পতন দর্শন,
দেশ নাকি আবার স্বাধীন! শুরু হলো কিছু দলের প্রতিহিংসার বেজায় কর্ষণ!
যারা বাংলাদেশ চায়নি,তারা ই ক্ষমতার স্বাদ পেয়ে মুক্তির ইতিহাস বিকৃতি...
পঁচাত্তরের পরের অবস্থা! দেশ-স্থপতি র নাম মুছে ফেলতে ওদের শব্দ বর্ষণ!

-------------------------------------------------------------------

রুবাই (২৯৮) চাই না রাষ্ট্র পরিচালনায় অদক্ষ লোক!
Do not want to run the state incompetent people

অনেক সংকটে দেশ, সংস্কার করতে দায়িত্বপ্রাপ্ত কিছু লোক...
খুব অপক্ক বা মাত্রাতিরিক্ত পুষ্ট মন্ত্রক, দেশ-প্রেমীদের শোক!
রাষ্ট্র দক্ষ নবীন পরামর্শদাতায় ভরা, মধ্যকাল সরকারে নয়?
আর রক্ত শুষতে দেবোনা, লুকিয়ে বিদেশী ছোট বড় জোঁঁক!