নরাধমেরা দেশের মধ্যে চালিয়ে যাচ্ছে কত কর্ম,
নীতিহীন ওরা!ওদের মুখে মানাচ্ছে ইসলাম ধর্ম?
ধর্ম নিয়ে ভারত পাকিস্তান! ধর্মনিরপেক্ষ এ দেশ,
শান্তির ধর্মকে ব্যবহার! অপকর্মের হবে না শেষ?
কিছু দু' আ আছে, তাতে ই শয়তান পালিয়ে যায়,
ওরা কারা? অনেক কিছু পাবার পরও আরো চায়!
ওদের আগমনে ইবলিশ ভাগে! কারা আশা হারা?..
আসল ধার্মিকের এত আরাধনা, পালায় না তারা!