তাদের র্গুলিতে ই বাংলাদেশীদের মৃত্যু হয়, অন্য কোন দেশের নয়!
মেক্সিকোর সীমান্তে যুক্তরাস্ট্রের গুলিতে কয় জন লোকের মৃত্যু হয়?
কেমন এক বর্বরতা প্রতিবেশী দেশের! আন্তর্জাতিক আইনে অপরাধ_
মানুষ কে মারা তাদের কাজ? প্রশিক্ষিত নয় তার! চাকুরীতে উন্মাদ?
ভারতের বি.এস.এফ পাকিস্তান বা নেপালের সীমান্তে কাউকে মারে?
গাজা নয়! তবে ইসরাইলীদের মত সীমান্তে হত্যা করছে বারে বারে!
নো মেন্স ল্যান্ড দখল করে কাঁঁটা তারের বেড়া দিচ্ছে প্রতিবেশী দেশ...
জঘন্য কর্ম করে বাহবা! নিষ্পাপ ফেলানীর মত হত্যার কবে যে শেষ!