দেশে এখন কুম্ভিরাশ্রুর কত ছড়াছড়ি!
কেউ বলছেনা,এসো সুন্দর দেশ গড়ি?
দ্রুত ক্ষমতায় যেতে দল! খুবই ইচ্ছা!
জনগণ ভুলে যায়নি ওদের শত কেচ্ছা...

অন্তর্বর্তী সরকারের উপর বিশেষ চাপ!
তারা কি আন্দোলনের বিজয়ের কাপ?
বৈষম্য বিরোধী সংগ্রামের প্রধান ছাত্র,
বিদেশী আশীর্বাদে গণঅভ্যুত্থান, মাত্র!

পুলিশদের কর্মকান্ড, প্রমোশনের দাবী!
নতুন সরকার মেনে নিল,দেয়নি ভাবী?
হাসপাতালের নার্সদের দাবী হল শুরু...
পথ দেখালো কারা? পুলিশ, তার গুরু!

আনসার বাহিনীর দাবী!সিদ্ধান্তটা দেরী...
চলে আসে বৈষম্য বিরোধী-ছাত্র-ফেরী!
কেন হয় আনসার-শিক্ষার্থীদের সংঘর্ষ?
থামাতে পারে না,লাগে সেনাদের স্পর্শ!

চাকুরী করেছে,সরকারকে বহাল রেখে...
অন্যায় কাজে কখনো কি গেছে বেঁকে?
কত কাজ করেছে, গত সরকারের ছল...
গণবিস্ফোরণের এ দেশে কত যে মল!

নতুন সরকার ছাত্রদের দাবী নেয় মেনে,
শিক্ষা বিভাগ কিছু যে করলো,না জেনে?
দেশের টাকা পাচারে কারা কারা দায়ী,
বিচারের আওতায় আসুক সে অনুযায়ী।

আগের দল নিষিদ্ধ করার কী আবদার!
লজ্জা লাগে? জনগণকে ধোঁকা বারবার...
গণশত্রুরা ক্ষমতায়? এখনো মায়া কান্না!
ঘরে খাবার নেই! কিভাবে করবে রান্না?

জনপ্রত্যাশার সরকার (৩)
আন্দোলন না করে পেয়ে গেছে তারা
এটা হতে পারে না বিপ্লবের ধারা।।