আমাদের এ সমাজে অনেক অন্যায় চলে...
ওদের কতই না কৌশল, ছলে আর বলে!
সাধারণ আইনে বিবেকের নেই কোন স্থান...
ভুলে ভরা মানুষের জীবন টা রাখলো মান?
আত্মার আয়নায় মানব পারে দিতে ফাঁকি?
বিবেক নিয়ে না চললে সৎকর্ম থাকে বাকী...
মানুষের বিবেক সত্যিই এক রকমের শক্তি!
বিবেকের বিরুদ্ধে গেলে কখনো হবে মুক্তি?
বিবেক স্রষ্টার আওয়াজ, যেটা অন্তরে বাজে!
বিবেকের পক্ষে না থেকে, ভাল কিছু কাজে?
বিবেক আসলে টাকার চেয়েও অনেক দামি ...
কোথায় বিবেক?অপকর্মে ব্যস্ত স্ত্রী বা স্বামী!
বিবেকের মতই আছে কোথায় মারাত্নক সাক্ষী?
শক্তিশালী সে! আদালতে আছে কত পশুপক্ষী!
বিবেক ই মানুষের জীবনের ভুল গুলো দেখায়...
বিবেকের আদালত নেই,আত্মা তাদের শেখায়!