একটার উপরে আরেকটি ভুল
সমাধান করতে পাচ্ছেনা কুল!
বানরদের কানে হিরণের দুল...
ফুটবে কখনো মৌমাছির হূল?

লক্ষ্যহীন আন্দোলনের বিচার...
সত্য বিফলে, মিথ্যার আচার,
বাবার অবদান, নামটা চাচার!
গরীবের অধিকার নেই বাঁঁচার?

আসল অপরাধীর বিচার হোক,
প্রত্যক্ষ-পরোক্ষ হাজার লোক...
কেউ দেখছে না ওদের শোক!
পানি অভাব,দিচ্ছে কেন কোক?