জাতীয় পতাকায় জনগণের যত ভালবাসা,
স্বাধীনতার যুদ্ধে আমাদের ছিল কত আশা!
সর্বোচ্চ ত্যাগে পতাকা পেয়েছি লাল সবুজ...
দেশপ্রেমী রা এখন আর নয় তেমন অবুঝ!
পতাকার মর্যাদা রক্ষা করাটা দায়িত্ব সবার...
রক্তের বিনিময়ে পাওয়া দেশ! যুদ্ধ আবার?
গৌরবের প্রতীক পেতে বুকের সতেজ রক্ত!
কম কেন সংখ্যা, দেশে আসল নেতার ভক্ত?
দেশের যথাযথ সম্মান রক্ষায় মোদের কাজ!
সংবিধান রক্ষায় দেশ চলছে, কোথায় লাজ?
অনেক ত্যাগের বিনিময়ে পেয়েছি এই দেশ...
সচেতনতা আসবে, ভূলুণ্ঠিত-আনুগত্য শেষ!