দুঃখ, হে দুঃখ, মুক্ত কালো পাখির ঝাঁকের মতো
ধাতব পাতে নির্মিত ছাদ আর ভূর্জবৃক্ষের উপর দিয়ে উড়ে যায়
মাইলের পর মাইল।
একটার পর একটা ঢেউ, তারপর আরেকটা, তারপর হঠাৎ
খুলে যায়
যেখানে পালকের ঘূর্ণিঝড়, গোধূলি দিয়ে আলোকিত, সব কিছু
হৃদয়ের কান্নাকে প্রকাশ করে।
মূল : Clarity
By : Vievee Francis
(Poem-a-Day, the Academy of American Poets, U S A)
Sorrow, O sorrow, moves like a loose flock
of blackbirds sweeping over the metal roofs, over the birches,
and the miles.
One wave after another, then another, then the sudden
opening
where the feathered swirl, illumined by dusk, parts to reveal
the weeping
heart of all things.
Copyright © 2024 by Vievee Francis. Originally published in Poem-a-Day on January 12, 2024, by the Academy of American Poets.