ব্যক্তিস্বাধীনতা থাকার কারণে কেড়ে নিতে পারে অধিকার?
আমাদের দেশে এই রকম ঘটনার নজির হচ্ছে যে বারবার!
তারা আইন জানে না! নিষ্ক্রমপত্র বাতিল করার কর্তৃত্বে সে...
নাগরিকত্ব বাতিল না করে ছাড়-পত্র রদ, পরামর্শ দেয় কে?

দুনিয়ার কোন কোন দেশে এই রকম বাজে উদাহরণ আসে?
তাদের কর্ম-কান্ড দেখে অন্য দেশের মানুষ এখন খুব হাসে!
নির্বাচন দেয়ার আধিপত্য আছে, জনতার আদেশপত্র নেই...
নয়া উপদেষ্টা আসলেও দেশের পরিবর্তনে হারিয়েছে খেই!


*** নিষ্ক্রমপত্র : ছাড়-পত্র, পাসপোর্ট
--------------------------------------------------
পুলিশ হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেতে চায়

বিশাল বিলবোর্ডে লেখা, ৪ বছর আগের কথা
পুলিশের দেয়া চার বছর আগের নিখোঁঁজ সংবাদ
ছোট এক বালক , আফ্রো-কানাডিয়ান