কোটা আন্দোলনে ছাত্রদের আকার,
চেয়েছিল সরকারী চাকরী পাবার অধিকার!
রাজাকারের নাতিপুতিদের কটাক্ষ করার ভুল বুঝা-বুঝি,
সরকারের ও ছাত্রলীগের বাড়াবাড়ি ছিল সোজাসুজি...
হাইকোর্টের রীট, আপিল ও পরে তাদের পক্ষে রায়...
অনেক ছাত্র পুলিশ ও সাধারণ মানুষের মরণ, অন্যায়!
হত্যার প্রতিবাদে আন্দোলন,পুলিশের গুলি আর প্রতিরোধ...
আরো প্রতিবাদ,স্বাধীনতা-বিরোধী দলের ইন্ধন, কী বোধ!
ও আন্দোলনে পরোক্ষভাবে সমর্থন ও যোগ দেয়া,
পরে সাধারণ মানুষের সমন্বয়ে গণ-বিস্ফোরণ নয়া...
থানায় থানায় আক্রমণ অগ্নিসংযোগ ও পুলিশের হত্যা!
রাষ্ট্রীয় সংস্থা ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ,কেমন বার্তা?
সরকারের পতন, দেশ ছাড়ল সরকার প্রধান!
সরকারী সংসদের দেশ থেকে পলায়ন, বাঁচাতে জান
বিক্ষোভকারীদের গণ ভবনে প্রবেশ_
ভাঙচুর সব কিছু লুটপাটে সব শেষ!
সংসদ ভবনে শিক্ষার্থীদের প্রবেশ, আসবাব পত্র ভাঙচুর
তাদের উল্লাস, সরকারী দলের বাড়ি , সবাই দূর দূর_
লুটপাট অগ্নিসংযোগ, মানুষের ''নতুন বাংলাদেশ''!
আবার কেউ বলে, '' আবার স্বাধীন হল'দেশ''?
বিভিন্ন দলের বিতর্কিত আমন্ত্রিত মানব দের আগমন ...
বঙ্গ ভবনে অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ গ্রহণ,
বিতর্কিত ব্যক্তিরা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা হলো,
ছাত্রদের দু'জনও এ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টায় গেলো!
বিচারপতি দের ও বিশ্ববিদ্যালয়ের ভি.সি দের পদত্যাগ...
আবার ভিন্ন ধর্মের লোকদের ঘর বাড়ী ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ, কালো মেঘ!
দেশটার এখন বিশৃঙ্খল হাল... দায়ী পতিত সরকার_
তার সাথে আছে ধর্ম ব্যবসায়ী ও আরো দুটি স্বৈরাচার