বাংলা ভাষার রাজধানী এক দেশের শহর, নাম ঢাকা,
পার্শ্ববর্তী দেশে এ ভাষা আছে, তবে অন্য দিকে রাখা!
বিশ্বের অন্যতম ভাষা ভিত্তিক জাতি-রাষ্ট্র এ বাংলাদেশ...
আটচল্লিশ থেকে বায়ান্ন, এখনো এ ভাষা কী মধু-মাখা!
***
( উচ্চারণ-গত ও ধ্বনি-গত দিক থেকে বাংলা ভাষা ফরাসী ভাষার চেয়ে মধুর।)