সেই পহেলা সপ্তাহে প্রথমে কুকুরের মোজাইক প্রতিরুপ...
কুকুর থেকে সাবধান! কেউ ঘুমায় বলে মনে হয় না;
তাদের একটা নিয়ম করে দেয়া হয়েছে :
দুপুরের খাবারের আগে নয়া একটি কাব্য দিতে হবে ।
তারা প্রতিদিন সন্ধ্যায় বসার ঘরে আসে
তাদের কবিতা ছাপানোর জন্য...
এবং কখনো তা ছেড়ে যায় না।

নিউইয়র্কের কিংস্টনে একটি ওয়ালমার্ট আছে,
সেখানে বিক্রির জন্য একটি বালতিতে_
রান্না করা মুরগি যা গরম নয়। কেউ মনে হয় না
ঘুমাচ্ছে। আমরা আক্ষেপে দুই
কামড়ের মাঝখানে কেমন তোতলার মত হয়ে গেলাম।
এমা গোল্ডম্যান একবারও বলেনি

একটি বিপ্লব কি ভাল? অভিশপ্ত নাচ_
ছাড়া সেটার কোন লাভ নেই!
আমরা বলি: তোমাদের আঙ্গুল চাট, চামড়ায়_
কামড়াও, টেবিলের মাঝখানে হাড়টাকে
ডানদিকে আন্দোলিত করো
স্বাদের দাগটা নিশ্চিত করো
আগামীকালের পাতায়।

*** Cave Canem :  কুকুরের মোজাইক ছবি যা কুকুর থেকে সাবধান হতে বলে

মূলঃ  Bullpen
       By : Cornelius Eady
       ( Poem-a-Day,  the Academy of American Poets, U S A )

That first week at the first Cave Cavem
nobody seems to sleep; we have given
them one rule: a new poem before lunch.
They come to the lounge each evening
to print their poems
and never leave.

In Kingston NY there is a Walmart
with cold chicken buckets. Nobody
seems to sleep. We are fitful, almost
stuttering lines between bites. Didn’t
Emma Goldman once say

what good is a revolution
without some God Damn dancing?
We say: lick your fingers, bite
the skin. Toss the bone right
in the middle of the table.
Make sure the flavor stains
tomorrow’s page.

Copyright © 2024 by Cornelius Eady. Originally published in Poem-a-Day on October 10, 2024, by the Academy of American Poets.