মানুষ আজ আগের মত পড়েনা তো বই,
ব্যতিক্রম থাকে কেউ, পড়ে তারা নেটে!
আমি কিন্তু না পড়ার কাতারে সত্যি নই...
দেশী-বিদেশী পড়ি আন্তঃ-জাল টা ঘেটে!

বই আসলে অনেকটা ভালো বন্ধুর মত...
কল্পনা কে বন্য এবং মুক্ত করে পুস্তক,
মানুষের আত্মাকে ই পরিতৃপ্ত করে যত,
বই গুরুর স্থান নিয়ে নেয় আপাদ-মস্তক!

গ্রন্থ এমন এক উপহার যা বারবার খুলি,
বই পড়ে না সত্যিই আছেন বেঁচে তিনি?
সুলভ ও আদর্শ শিক্ষক,বই দেয়না বুলি!
সবচেয়ে শান্ত এবং সবচেয়ে ধ্রুবক যিনি।

কিতাব পড়া টা অজানা মিতা নিয়ে আসে...
অজ্ঞানতা কে জানতে ই বই পড়তে হবে,
শান্ত ও সবচেয়ে আসল বন্ধু থাকে পাশে!
ধর্ম ও অন্য বইয়ের পোকা আসবে কবে?




----  ----  ----  ----

হাইকু (৪০) গবেষণা

গবেষণা নয়,
অনুসন্ধান কেন্দ্র নাম ...
হাজার পি.এইচ ডি!