শুনেছেন কি এখন ফুটতে শুরু করেছে নির্বাচনের ফুল?
শাসক আর বিরোধী দলগুলোর কোথাও যেন হচ্ছে ভুল...
গনতন্ত্রের মুকুলগুলো ফোটার অপেক্ষাতে অনেক দিন,
আমাদের আছে কোন দেশপ্রেম? এটাই সমাস্যার মূল!


রুবাই (২১১) অতিথি শালা (২)
অতিথি শালা টা অতিথিদের থাকার ঘর নয়, এক কুকুর!
পড়ানোর লাইসেন্স আছে, মারিনি কখনো পশুকে মুগুর...
কুকুরের কাজ কুকুর করেছে,সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা!
সামান্য শিক্ষা! মন্তব্যে নাম লিখ,নইলে তুই গাধা-শুকুর...