ক্ষমতার তাপ অনেক ধাপ, সঙ্গে থাকে সাপ...
আঠালো কাদা নয় সাদা, আঁধার থেকে পাপ!
শাসনে কানা মানবিকতায় মানা, অধম কাজ...
নাচে ধিন্ ধিন্ ক্ষমতায় দৃষ্টিহীন, থাকে লাজ?

------------------------------------------

কপালে ভাত পায় না, মাছ ভাজার জন্য কাঁদে
কাঙ্গাল দেখে করো না হীন, কাঙ্গাল হতে হবে এক দিন।
কাজের বেলায় পায়না খুঁজে, খাবার বেলায় আগে।