দেশকে বাঁচানোর জন্য আসল দেশপ্রেমিক খুঁজে,
অন্য কিছু না শুধু চায় দেশপ্রেমিক, কে কী বুঝে!
মুক্তিযোদ্ধ সেজেছে ওরা যুদ্ধ না করে, কে ধরে?
যুদ্ধে অংশগ্রহণ করে রাজাকারের সংজ্ঞায় পড়ে!
মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কথা বলে ক্ষমতায় যারা,
বিতর্কিত ভাতা বাদেও কোটায় চাকুরি দেয় তারা!
যুগ যুগ ধরে নাতি পুতির জন্যই চাকুরীর সংরক্ষন...
মেধাবীদের চাকুরী হবে না! বার বার ভাঙছে মন!
ওরা কারা? এ ব্যপারে বিদেশীদের হস্তক্ষেপ চায়!
ঘোলা পানিতে আবার মাছ শিকার, কত গান গায়.
দলের আগে দেশ! তারা এখনো জানে না এ কথা?
ইতিহাস কারো ক্ষমা করেনা, দেশপ্রেমিকের ব্যাথা!
কোটার আন্দোলনে অনেক দেশেরই কত যে ফন্দি...
ক্ষমতার জন্য মিথ্যা! ওসব দেশের হাতে হবে বন্দী!
দেশ খুঁজে আসল মানুষ,যারা করবে দেশেরই সেবা,
সৎ নাগরিক ও নেতা, ভিক্ষা চায় ছেলে-মেয়ে-বাবা!
-------------------------
গণশত্রু -৩
মিথ্যা বলছে যারা, গণশত্রু তারা,
বর্ণচোরা কত খানে! দেশটা ভরা