এই দেশে জেগেছে এক নতুন চর...
অনেক পাত্রী! পাচ্ছে না সঠিক বর,
দখলে কী ব্যস্ত! প্রতিবেশী চর নয়...
পশ্চিমে,শত্রুরা কাছে,দেখি না ঘর!

জনপ্রত্যাশার সরকার
--------------------
ক্ষমতার পালাবদল: এক-এগারোর অজানা কথা
এক-এগারোর আগে ক্ষমতায় ছিল ইয়াজউদ্দিনের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার, যা কার্যত বিএনপি সরকারের বর্ধিত সংস্করণ ছিল। ফলে বিএনপি জোটের বাইরের প্রায় সব দল ক্ষমতার এ পরিবর্তনকে স্বাগত জানিয়েছিল। নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে চারদলীয় জোট ছাড়া সব দলের নেতা-নেত্রীরা সোৎসাহে যোগ দিয়েছিলেন।
বিস্ময়কর হলো যে দল এক-এগারোর সুবিধা পেয়েছে আর যে দল মনে করে সাজানো নির্বাচনের মাধ্যমে তাদের হারানো হয়েছে; তারা একই সুরে কথা বলছে। কিন্তু কেন এ ধরনের পরিস্থিতির উদ্ভব হলো, তার উত্তর খোঁজে না।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার ওপর
এটা একটা জনপ্রত্যাশার সরকার। রাজপথে আত্মদানের পর এই সরকার এসেছে, তাই অনেক কিছুই আপনারা পরিবর্তন দেখতে পাবেন।’
এই সরকার বানের জলে ভেসে আসেনি। ছাত্র-জনতা রাজপথে রক্ত দিয়ে এই সরকারকে এনেছে। এটা জনপ্রত্যাশার সরকার। আমরা গণতন্ত্রে উত্তরণের সেই রোডম্যাপ
মনে হচ্ছে ধান কাটার মৌসুমের মতো দাবি আদায়ের মৌসুম শুরু হয়েছে।
রাজপথে আত্মদানের পর এই সরকার এসেছে, তাই অনেক কিছুই আপনারা পরিবর্তন দেখতে পাবেন।’সরকার নাকি বানের জলে আসেনি ভেসে।
যত বড় শত্রু হউক কারও মৃত্যুতে আলহামদুলিল্লাহ  পড়তে চাই না।কোর্টে উঠানোর সময় হামলা হল কিন্ত আইন প্রয়োগ কারী সংস্থার ভূমিকা কি?
দিয়ে এই সরকারকে এনেছে। এটা জনপ্রত্যাশার সরকার। আমরা  সেই রোডম্যাপ
মনে হচ্ছে ধান কাটার মৌসুমের মতো দাবি আদায়ের মৌসুম শুরু হয়েছে।এটা বাস্তব সে অন্যায় করলে তার আদালতে বিচার হবে তো এরকম অপমান ঠিক না।
আমার দেশের এই করুন অবস্থা দেখে কান্না পাচ্ছে।দেশটাকে যে বড্ড ভালোবাসি।যারা আমার প্রানপ্রিয় ছাত্রসমাজকে ব্যবহার করলো নিজেদের স্বার্থে তাদের কি আসলেই বিবেক আছে! ওরা অবুঝ, ওরা কাচা ওদের জীবন এমন ভাবে কালিমা লিপ্ত হচ্ছে দেখে নিজেকে ভীষণ অসহায় লাগছে আর কান্না পাচ্ছে।